নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি জেলা। নাটোরের বিখ্যাত বনলতা, কাঁচাগল্লা, চলনবিল, রাণী ভবানী, নাটোরের রাজবাড়ী, উত্তরা গণভবন ইত্যাদি। আপনারা যারা ভ্রমণ, ব্যবসার বা অন্যান্য কাজে নাটোর রাত্রিযাপন করতে চান তাদের জন্য আজকের ভ্রমণ টিপসে নাটোর আবাসিক হোটেল ভাড়া সমূহ উল্লেখ করবো।
নাটোরে জেলার সেরা আবাসিক হোটেল, ভাড়া, মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য উল্লেখ করবো। যাতে আপনারা নাটোর গিয়ে খুব সহজে সেরা আবাসিক হোটেল খুঁজে নিতে পারেন।
সেরা আবাসিক হোটেল বিবেচনা করা হয় হোটেলের সুযোগ সুবিধা, মান, নিরাপত্তা, কাস্টমার রিভিউ, গুগল রেটিং এর উপর ভিত্তি করে। নিচের কম খরচে নাটোরের সেরা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ভাড়া উল্লেখ করবো।
নাটোর আবাসিক হোটেল ভাড়া
নিচে উল্লেখ করা নাটোর শহরের সেরা আবাসিক হোটেল সমূহের ভাড়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই অগ্রিম বুকিং করার আগে অবশ্যই ভাড়া জেনে নিবেন।
#১ হোটেল ভি. আই. পি (আবাসিক)
নাটোর শহরের বড়হরিশপুর বাস টার্মিনাল থেকে ১ কিলোমিটার দূরে মাদ্রাসা মোড়ের কিছুটা আগে অবস্থিত হোটেল ভি. আই. পি। এটি একটি টু স্টার আবাসিক হোটেল। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
এখানে এসি, নন-এসি রুম মোট ২৬ টি রুম রয়েছে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01718-673735
#২ হোটেল মিল্লাত
হোটেল মিল্লাত নাটোর শহরের বাস টার্মিনাল থেকে ১ কিলোমিটার দূরে মাদ্রাসা মোড়ে অবস্থিত। এটি একটি 2 স্টার ক্যাটাগরির আবাসিক হোটেল। এখানকার নিরাপত্তা ও সার্ভিস ব্যবস্থা অনেক ভালো।
হোটেল মিল্লাত আবাসিক সম্পূর্ণ নন এসি একটি আবাসিক হোটেল। মোট রুম সংখ্যা ৩২ টি। এখানে রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01711-703346
#৩ হোটেল আর. পি (আবাসিক)
নাটোর শহরের বাস স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে মাদ্রাসা মোড়ে, সুন্দরবন কোরিয়া সার্ভিসের পাশে অবস্থিত হোটেল আর. পি আবাসিক। এখানে এসি, নন-এসি সিঙ্গেল, ডাবল, ফ্যামেলি রুম রয়েছে। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো।
এই আবাসিক হোটেলের এসি, নন-এসি রুম ভাড়া ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01726-433428, 0771-62579
#৪ হোটেল প্রিন্স
নাটোর রেল স্টেশনের পাশে অবস্থিত হোটেল প্রিন্স আবাসিক হোটেল। এখানে এসি, নন-এসি সিঙ্গেল ও ডাবল রুম রয়েছে। এটি একটি 2 স্টার ক্যাটাগরির নিরাপদ আবাসিক হোটেল।
হোটেল প্রিন্স আবাসিক হোটেলের মোট রুম সংখ্যা ২০ টি। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01746-029429, 61356
#৫ উত্তরা মোটেল আবাসিক
উত্তরা মোটেল নাটোর শহরের খলিশপুর বাস স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে মাদ্রাসা মোড়ে অবস্থিত। এটি একটি 1 স্টার নন এসি আবাসিক হোটেল। এখানকার পরিবেশ ও নিরাপত্তা অনেক ভালো।
এখানে নন-এসি সিঙ্গেল রুম, ডাবল রুম সহ মোট ১৮ টি রুম রয়েছে। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01753-982566
#৬ নাটোর বোডিং আবাসিক হোটেল
নাটোর বোডিং আবাসিক হোটেল নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে কিছুটা দূরে নীচাবাজার হাসপাতাল রোডে অবস্থিত। যারা কম খরচে নাটোর শহরের থাকতে চান তাদের জন্য সেরা স্থান। এটি 1 স্টার ক্যাটাগরির আবাসিক হোটেল।
হোটেলটি পরিস্কার পরিচ্ছন্ন ও নিরাপদ। এখানে মোট রুম সংখ্যা ১০০ টি। রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01770-639416
#৭ হোটেল আরোশ রেসিডেনসিয়াল
নাটোর বড় হরিশপুর বাইপাস রোডের পাশে অবস্থিত হোটেল আরশ রেসিডেনসিয়াল। এটি একটি 3 স্টার ক্যাটাগরির আবাসিক হোটেল। এই হোটেলের নিরাপত্তা ও আকর্ষণীয় ডেকোরেশন যে কারও পছন্দ হবে।
এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল রুম, ডাবল রুম, ফ্যামেলি রুম রয়েছে। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। মোবাইল নাম্বার 01706-472220
#৮ হোটেল যমুনা আবাসিক
নাটোর শহরের বড় হরিশপুর বাইপাস রোডের পাশে অবস্থিত হোটেল যমুনা আবাসিক। এটি একটি নন-এসি 1 স্টার ক্যাটাগরির আবাসিক হোটেল। যাদের বাজেট কম তারা নিরাপদে এখানে থাকতে পারেন।
এখানে সর্বমোট রুমের সংখ্যা ১৩ টি। হোটেল যমুনা আবাসিক রুম ভাড়া ৩০০ টাকা থেকে ৫০০ টাকা। মোবাইল নাম্বার 01771-808535
আরো পড়ুন
- রাজশাহীতে কম খরচে আবাসিক হোটেল
- সিরাজগঞ্জ আবাসিক হোটেল
- খুলনা আবাসিক হোটেল ভাড়া কত
- সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া
- বেনাপোল আবাসিক হোটেল
- পতেঙ্গা সমুদ্র সৈকত আবাসিক হোটেল ভাড়া
- কম খরচে কুয়াকাটা হোটেল