রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য
বেনাপোল থেকে মধুমতি ও পদ্মা সেতু হয়ে মাত্র পৌনে ৪ ঘন্টার ঢাকার পৌঁছাবে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। গত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিকাল ৪ টাই বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিক ভাবে এই ট্রেনের যাত্রা শুরু হয়। আজকের আর্টিকেলে রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য সহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করবো।
ট্রেনটি বেনাপোল রেলস্টেশন থেকে যাত্রার প্রথম দিন ৯৮৭ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। এছাড়া যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা জংশন থেকে আরো যাত্রী উঠেন। রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক সোমবার যাত্রা বিতরিত রেখে বাকি দিন গুলোতে চলাচল করবে।
রুপসী বাংলা এক্সপ্রেসের মোট আসন সংখ্যা ৭৬৮ টি। এর মধ্যে এসি কেবিন ৪৮ টি, এসি চেয়ার ৩২০ টি ও ভোভন চেয়ার ৪০০ টি।
রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন সময়সূচী
রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সকাল পৌনে ১১ টায় ছেড়ে দুপুর ০২:৩০ মিনিটে বেনাপোল রেলস্টেশন পৌঁছাবে। আবার বেনাপোল রেলস্টেশন থেকে বিকাল ০৩:৩০ মিনিটে ছেড়ে গিয়ে সন্ধ্যা ০৭:১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।
ট্রেনটি যাত্রা বিরতি করবে যশোর জংশন, নড়াইল জংশন, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন। মাত্র পৌনে ৪ ঘন্টায় ট্রেনটি বেনাপোল – ঢাকা – বেনাপোল পৌঁছাবে।
প্রারম্ভিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
ঢাকা | সকাল ১০:৪৫ মিনিট | বেনাপোল | দুপুর ০২:৩০ মিনিট |
বেনাপোল | বিকাল ০৩:৩০ মিনিট | ঢাকা | সন্ধ্যা ০৭:১০ মিনিট |
রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য
বর্তমানে ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধ (এসি চেয়ার) ও শোভন চেয়ার যুক্ত আছে। ঢাকা থেকে বেনাপোল যেতে সর্বনিন্ম ভাড়া ৪৫৫ টাকা। সব ভাড়ার সাথে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত আছে।
অনলাইন থেকে ট্রেনের টিকেট বুকিং দিলে ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে।
ট্রেন রুট | এসি বার্থ | স্নিগ্ধা (এসি চেয়ার) | শোভন চেয়ার |
ঢাকা থেকে বেনাপোল | ১,৩৫৫ টাকা | ৯০৫ টাকা | ৪৫৫ টাকা |
বেনাপোল থেকে ঢাকা | ১,৩৫৫ টাকা | ৯০৫ টাকা | ৪৫৫ টাকা |
টিকেট কাটার নিয়ম
রুপসী বাংলা এক্সপ্রেসের টিকেট কাটা যাবে অন্যান্য সকল ট্রেনের মতো রেল স্টেশন কাউন্টার থেকে। এছাড়া অনলাইনে টিকেট বুকিং করুন বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট থেকে।
আরো পড়ুন
- জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য
- পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- পঞ্চগড় এক্সপ্রেস এখন কোথায়