alternatetext
লেমন গার্ডেন রিসোর্ট

লেমন গার্ডেন রিসোর্ট, শ্রীমঙ্গল

লেমন গার্ডেন রিসোর্ট (Lemon Garden Resort) শ্রীমঙ্গল লাউয়াছড়া রোডে অবস্থিত। শ্রীমঙ্গল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই রিসোর্ট। যারা হানিমুনে শ্রীমঙ্গল ভ্রমণে যেতে যাচ্ছেন তাদের জন্য মনোমুগ্ধকর একটি রিসোর্ট।

পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে পাহাড়ের টিলায় বাগিচা ঘেরা প্রকৃতিক পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। যারা একটু নির্জনতা পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটি আর্দশ জায়গা। শ্রীমঙ্গলে যত গুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে লেমন গার্ডেন বিলাসবহুল একটি রিসোর্ট।

আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের প্রবেশ মূল্য, রুম ভাড়া, কি কি সুযোগ সুবিধা পাবেন, যোগাযোগ তথ্য, কিভাবে যাবেন সহ বিস্তারিত তথ্য।

লেমন গার্ডেন রিসোর্ট (Lemon Garden Resort) রুম ভাড়া

পর্যটকদের সুবিধা অনুযায়ী এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম, কটেজ, বাংলো ও কনফারেন্স হল রয়েছে। এই রিসোর্টে মোট ১৪ টি রুম রয়েছে। নিচে রুম গুলোর ভাড়া উল্লেখ করা হয়েছে।

Room TypePersonRoom Price
Luxury Executive Suite215,000 TK
Luxury Studio Flat425,000 TK
Luxury Family Suite38,200 TK
Luxury Deluxe29,200 TK
Brishti Bilash Exclusive410,200 TK
Luxury Wooden Couple27,200 TK
Wooden Couple2Wooden Couple

রুমের সাথে ২ জনের সকালের নাস্তা ফ্রিতে পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

এই রিসোর্টে রাত্রিযাপন করা ছাড়াও দিনের বেলায় ঘোরাঘুরি ও সুইমিং পুল ব্যবহার করার জন্য আলাদা ভাবে প্রবেশ করতে পারবেন। দিনের বেলায় রিসোর্টে ঘোরাঘুরি করার জন্য টিকিট মূল্য ৩০০ টাকা এবং সুইমিং পুল ব্যবহার করার জন্য টিকিট মূল্য ২০০ টাকা। অতিরিক্ত সিনেমা জোন, গেমিং জোন, কিডস জোন, মিনি চিড়িয়াখানা, জিম কেন্দ্র সহ অন্যান্য স্থানে প্রবেশ করার জন্য আলাদা টিকিট কাটতে হবে।

এই রিসোর্টে থাকার জন্য চেক ইন করার সময় দুপুর ২ টা এবং চেক আউট করার সময় দুপুর ১২ টা।

যোগাযোগ করুন

  • ঠিকানা: লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট।
  • মোবাইল নাম্বার: 01779-626330, 01334411542 (WhatsApp)
  • ইমেইল: lemongardenresort@gmail.com
  • ওয়েবসাইট
  • ফেসবুক পেজ
  • অনলাইন বুকিং: অনলাইনে রুম বুকিং করতে 01334411542 WhatsApp নাম্বারে যোগাযোগ করে ৪০% অগ্রিম পেমেন্ট করে রুম বুকিং করতে পারবেন।

রুমের বৈশিষ্ট্য সমূহ

  • এয়ারকন্ডিশন
  • ফ্যান
  • প্রয়োজনীয় আসবাবপত্র
  • ক্যাবেল টিভি
  • হাই স্পিড ওয়াই-ফাই নেটওয়ার্ক
  • রুম হিটার
  • কিং সাইজের বিছানা
  • ফ্রি সকালের নাস্তা
  • গিজার
  • ইস্তি বোর্ড
  • ব্যালকনি
  • চা / কফি তৈরির সুবিধা
  • বাথটাব
  • জিমনেসিয়াম
  • হেয়ার ড্রায়ার
  • ঝরণা পায়খানা
  • ফলের ঝুড়ি সহ অন্যান্য

রিসোর্টে যা যা পাবেন

  • সুইমিং পুল
  • জিম জোন
  • গেম জোন
  • কিডস জোন (টিকিট মূল্য ১০০ টাকা)
  • ব্যাডমিন্টন মাঠ
  • বাস্কেটবল মাঠ
  • সিনেপ্লেক্স
  • চায়ের দোকান
  • রেস্টুরেন্ট
  • স্প্যা
  • ওয়াইল্ড লাইফ পার্ক
  • বাম্পার গাড়ি (টিকিট মূল্য ১০০ টাকা)
  • ট্রেকিং
  • ইনডোর রিলাক্সেশন জোন
  • লাইভ কনসার্ট
  • সাইক্লিং
  • জ্যাকুজি
  • কনফারেন্স হল
  • গাড়ি পাকিং সু-ব্যবস্থা
  • ব্যাঙকুয়েট হল
  • বিবাহ
  • ছোট চিড়িয়াখানা 

খাওয়া-দাওয়া

এই রিসোর্টে খাবার জন্য একটি রেস্তোরাঁ রয়েছে যা “লেমন ট্রি রেস্তোরাঁ” নামে পরিচিত। এখানে দেশি বিদেশি সব ধরনের খাবার ব্যবস্থা রয়েছে। খাবার ১ ঘন্টা আগে আপনাকে খাবার অর্ডার করতে হবে।

রুম বুকিং এর সাথে সকালে বুফে বিনামূল্যে নাস্তা খেতে পারবেন। এছাড়া দুপুর ও রাতের খাবার কিনে খেতে হবে। উল্লেখযোগ্য কিছু খাবার হল ভুনা খিচুড়ি, পোলাও, পিজ্জা, বার্গার, চিকেন ফ্রাই, নুডুলস, স্পাঘেটি, মাছের ঝোল, ইলিশ মাছ ভাজা, রোস্ট চিকেন ইত্যাদি। এছাড়া সন্ধ্যায় বারবিকিউ (BBQ) পার্টি তো থাকছে।

কিভাবে যাবেন

শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট যেতে হলে প্রথমে আপনাকে শ্রীমঙ্গল শহরে যেতে হবে। শ্রীমঙ্গল শহর থেকে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে অটোরিকশা বা সিএনজি করে রিসোর্টে যেতে পারবেন। অটোরিকশা বা সিএনজি রিজার্ভ নিলে ভাড়া লাগবে ১০০ টাকা।

বাসে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, কলাবাগান, ফকিরাপুল, গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী, হানিফ, গ্রীন লাইন, সোহাগ, এস আলম, ঈগল পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহন সরাসরি শ্রীমঙ্গল যায়। এসি নন এসি বাস ভেদে ভাড়া ৬০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত।

ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন এক্সেপ্রেস, জয়ন্তিকা এক্সেপ্রেস, কালনী এক্সেপ্রেস ও পারাবত এক্সেপ্রেস ট্রেনে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। এসি নন এসি সিট ক্লাস ভেদে ভাড়া ২৬৫ টাকা থেকে ১,০৯৯ টাকা পর্যন্ত।

আরো পড়ুন

Similar Posts