alternatetext
সৈকত এক্সপ্রেস ট্রেন

সৈকত এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য ও প্রয়োজনীয় তথ্য

সৈকত এক্সপ্রেস ট্রেন (Shaikat Express train) বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত একটি অন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি ২০২৫ সালের ১ লা ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে।

সৈকত এক্সপ্রেস (ট্রেন নং ৮২১/৮২২) ট্রেনটি পর্যটন নগরী কক্সবাজারের সাথে বন্দরনগরী চট্টগ্রামের রেল যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করবে। এতে কক্সবাজারগামী পর্যটকদের বিশেষ সুবিধা হবে।

২০২৩ সালের নভেম্বর মাসে প্রথম এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে যাত্রীদের এই রুটে স্পেশাল ট্রেনের দাবি ছিলো। অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নিয়মিত একজোড়া ট্রেন পাচ্ছেন।

ইতিমধ্যে সৈকত এক্সপ্রেসের ফেব্রুয়ারি ১ ও ২ তারিখের সকল টিকেট ব্রিক্রি শেষ হয়ে গেছে। এখন সময় শূধু অপেক্ষার। এই রুটে সর্বনিন্ম ভাড়া ১৮৫ টাকা থেকে ৩৪০ টাকা পর্যন্ত।

BM Khalid Hasan Sujon

সৈকত এক্সপ্রেস ট্রেন সময়সূচী

সৈকত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ৬ দিন এই রুটে চলাচল করবে এবং প্রত্যেক সোমবার সাপ্তাহিক বন্ধ থাকবে। ট্রেনটি যাত্রাপথে ষোলশহর জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছাবে।

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
চট্টগ্রামভোর ০৬:১৫ মিনিটকক্সবাজারসকাল ০৯:৫৫ মিনিট
কক্সবাজাররাত ০৮:১৫ মিনিটচট্টগ্রামরাত ১১:৫০ মিনিট

সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য / ভাড়া

ট্রেনটিতে চারটি ক্যাটাগরি চেয়ার যুক্ত করা হয়েছে। এগুলো হলো শোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণী সিট ও প্রথম শ্রেণী চেয়ার। চট্টগ্রাম থেকে এই ট্রেনের সর্বনিন্ম টিকেট মূল্য ১৮৫ টাকা থেকে সর্বচ্ছো ৩৪০ টাকা।

BM Khalid Hasan Sujon
ট্রেন রুটশোভনশোভন চেয়ারপ্রথম শ্রেণী সিটপ্রথম শ্রেণী চেয়ার
চট্টগ্রাম টু কক্সবাজার১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা
কক্সবাজার টু চট্টগ্রাম১৮৫ টাকা২২৫ টাকা৩৪০ টাকা৩৪০ টাকা

অনলাইন থেকে টিকেট বুকিং করলে উক্ত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত করা হবে।

টিকেট কাটার উপায়

এই ট্রেনের টিকেট অন্যান্য ট্রেনের মতো রেল স্টেশন কাউন্টার ও অনলাইনে পাবেন। যারা অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করতে চান তারা Bangladesh Railway ওয়েবসাইট ভিজিট করুন।

ট্রেনের আসন বিন্যাস

সৈকত এক্সপ্রেস কোচ গুলো পিএইচটি টাইপের। ট্রেনটিতে ৭৪৩ টি আসন রয়েছে এবং ১৬ টি কোচ নিয়ে চলাচল করবে।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন

Similar Posts