কক্সবাজার এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য, টিকেট কাটার নিয়ম, স্টেশন লিস্ট ও প্রয়োজনীয় তথ্য
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন (Cox’s Bazar Express Train) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অন্তর্গত একটি বিরতিহীন অন্তঃনগর ট্রেন। যা ২০২৩ সালের ১ লা ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করছে।
এটি ঢাকা থেকে সরাসরি কক্সবাজারগামী প্রথম বাণিজ্যিক রেল পরিবহন। ট্রেনটি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে সোমবার বাদে বাকি ৬ দিন নিয়মিত চলাচল করবে। ঢাকা থেকে কক্সবাজার ৫৫১ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র ৮ ঘন্টা ৫০ মিনিট।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেন সময়সূচী
কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক ছুটি সোমবার বাদে বাকি ৬ দিন নিয়মিত চলাচল করবে। ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে রাত ১০ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে সকাল ৭ টা ২০ মিনিটে কক্সবাজার রেলস্টেশন পৌঁছাবে।
একই ট্রেন আবার কক্সবাজার রেলস্টেশন থেকে দুপুর ১২ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে রাত ৯ টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পৌঁছাবে।
প্রারম্ভিক স্টেশন | যাত্রা শুরু | গন্তব্য | যাত্রা শেষ |
ঢাকা | রাত ১০:৩০ মিনিট | কক্সবাজার | সকাল ০৭:২০ মিনিট |
কক্সবাজার | দুপুর ১২:৩০ মিনিট | ঢাকা | রাত ০৯:৩০ মিনিট |
কক্সবাজার এক্সপ্রেস টিকেট মূল্য
ঢাকা টু কক্সবাজারগামী শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১,৩২৫ টাকা ও এসি বার্থ ২,৩৮০ টাকা। আবার কক্সবাজার টু ঢাকাগামী শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১,৩২৫ টাকা ও এসি সিট ১,৫৯০ টাকা। চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম গামী শোভন চেয়ার ২৫০ টাকা ও স্নিগ্ধা ৪৭০ টাকা।
ট্রেন রুট | শোভন চেয়ার | স্নিগ্ধা | এসি বার্থ | এসি সিট |
ঢাকা টু কক্সবাজার | ৬৯৫ টাকা | ১,৩২৫ টাকা | ২,৩৮০ টাকা | – |
কক্সবাজার টু ঢাকা | ৬৯৫ টাকা | ১,৩২৫ টাকা | – | ১,৫৯০ টাকা |
চট্টগ্রাম টু কক্সবাজার | ২৫০ টাকা | ৪৭০ টাকা | – | – |
কক্সবাজার টু চট্টগ্রাম | ২৫০ টাকা | ৪৭০ টাকা | – | – |
নোটিশ: অনলাইন থেকে টিকেট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং এসি বার্থ ও এসি সিট শ্রেণীর টিকেট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।
কক্সবাজার এক্সপ্রেস টিকেট কাটার নিয়ম
অন্য ট্রেন গুলোর টিকেটের মতো রেলস্টেশন কাউন্টার থেকে এবং অনলাইনের মাধ্যমে eticket.railway.gov.bd ওয়েবসাইট থেকে টিকেট বুকিং করতে পারবেন। কক্সবাজার এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম জানুন।
কক্সবাজার এক্সপ্রেস আসন বিন্যাস
কক্সবাজার এক্সপ্রেসের আসন বিন্যাসে রয়েছে ৬ টি শোভন চেয়ার, ১ টি নন-এসি ফার্স্ট সিট, ৫ টি এসি চেয়ার ও ৩ টি এসি কেবিন বগি থাকবে। ঢাকা থেকে কক্সবাজার যাত্রার সময় আসন সংখ্যা হবে ৭৯৭ টি এবং কক্সবাজার থেকে ঢাকা ফিরে আসার সময় আসন সংখ্যা হবে ৭৩৭ টি।
এছাড়া ট্রেনে ২ টি খাবার বগি ও ১ টি পাওয়ার কার রয়েছে। প্রথমে কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা-চট্টগ্রাম রুটের তূর্ণা নিশীথার বগি দিয়ে চালানো হবে। এর পাশাপাশি তূর্ণা নিশীথায় বিকল্প রেক দেওয়া হবে।
ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট
কক্সবাজার এক্সপ্রেস সরাসরি ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচল করে। যাত্রাপথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার রেলস্টেশনে পৌঁছায়।
কক্সবাজার এক্সপ্রেস স্টেশন লিস্ট
- ঢাকা বিমানবন্দর রেলস্টেশন
- চট্টগ্রাম রেলস্টেশন
- কক্সবাজার রেলস্টেশন
প্রশ্ন উত্তর
কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ কবে?
কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ সোমবার। সোমবার বাদে বাকি ৬ দিন নিয়মিত চলাচল করে।
কক্সবাজার এক্সপ্রেস ভাড়া কত?
কক্সবাজার এক্সপ্রেস ভাড়া শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১,৩২৫ টাকা, এসি বার্থ ২,৩৮০ টাকা ও ১,৫৯০ টাকা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার ভাড়া ২৫০ টাকা, ৪৭০ টাকা।
আরো পড়ুন