alternatetext
পর্যটক এক্সপ্রেস ট্রেন

পর্যটক এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, ভাড়া, সাপ্তাহিক বন্ধের দিন সহ বিস্তারিত তথ্য

পর্যটক এক্সপ্রেস ট্রেন (Parjotak Express Train) বাংলাদেশ রেলওয়ের একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস। যা ২০২৪ সালের ১০ জানুয়ারি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচল শুরু করে। বর্তমানে এই রুটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও পর্যটক এক্সপ্রেস দুইটি ট্রেন চলাচল করছে।

যার ফলে কক্সবাজার ভ্রমণ পিপাসুদের যাতায়াত ব্যবস্থা আরো সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী হয়েছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে ৫৫১ কিলোমিটার পথ পাড়ি দিবে মাত্র ৮ ঘন্টা ৫০ মিনিটে।

বর্তমানে এটি এই রুটে দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন হিসাবে কক্সবাজারে রেল পরিবহন সেবা প্রদান করছে। ট্রেনটি সাপ্তাহিক ছুটি রবিবার বাদে বাকি ৬ দিন এই রুটে নিয়মিত চলাচল করে।

পর্যটক এক্সপ্রেস ট্রেন সময়সূচী

পর্যটক এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন রবিবার বাদে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিকাল ৩ টায় কক্সবাজার পৌঁছায়। যাত্রা পথে বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

একই ট্রেন আবার কক্সবাজার রেলস্টেশন থেকে রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে রাত ৪ টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছায়। যাত্রা পথে চট্টগ্রাম ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এই দুই স্টেশন ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীনভাবে চলাচল করে।

ঢাকা টু কক্সবাজার

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্য স্টেশনযাত্রা শেষ
ঢাকাভোর ০৬: ১৫ মিনিটকক্সবাজারবিকাল ০৩:০০ টা
কক্সবাজাররাত ০৮:০০ টাঢাকাভোর রাত ০৪:৩০ মিনিট

BM Khalid Hasan Sujon

চট্টগ্রাম টু কক্সবাজার

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্য স্টেশনযাত্রা শেষ
চট্টগ্রামসকাল ১১: ৪০ মিনিটকক্সবাজারবিকাল ০৩:০০
কক্সবাজাররাত ০৮:০০চট্টগ্রামরাত ১১:৫০ মিনিট

পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া

পর্যটক এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার সর্বনিন্ম ভাড়া ৬৯৫ টাকা এবং সর্বোচ্ছ ভাড়া ২,৩৮০ টাকা। এই ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ সিট যুক্ত আছে।

ঢাকা টু কক্সবাজার

BM Khalid Hasan Sujon
ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
ঢাকা টু কক্সবাজার৬৯৫ টাকা১,৩২৫ টাকা১,৫৯০ টাকা
কক্সবাজার টু ঢাকা৬৯৫ টাকা১,৩২৫ টাকা২,৩৮০ টাকা

চট্টগ্রাম টু কক্সবাজার

ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
চট্টগ্রাম টু কক্সবাজার২৫০ টাকা৪৭০ টাকা৫৬৫ টাকা
২৫০ টাকা৪৭০ টাকা৮৪৫ টাকা

নোটিশ: অনলাইনে টিকেট বুকিং দিলে উল্লেখিত  ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে এবং এসি বার্থ ও এসি সিট শ্রেণীর টিকেট বুকিং দিলে উল্লেখিত ভাড়ার সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

পর্যটক এক্সপ্রেস টিকেট কাটার নিয়ম

অন্য ট্রেনের মতো পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকেট রেলস্টেশন কাউন্টার থেকে কাটতে পারবেন। এছাড়া ঘরে বসে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। অনলাইনে টিকেট কাটার নিয়ম জানুন।

আসন বিন্যাস

পর্যটক এক্সপ্রেস ট্রেন নং ৮১৫/৮১৬। এই ট্রেনে মোট ১৯ টি কোচ ও ৮৮৪ টি আসন সংখ্যা রয়েছে।

প্রশ্ন উত্তর

পর্যটক এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ কবে?

পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বন্ধের দিন রবিবার। সপ্তাহের রবিবার বাদে বাকি ৬ দিন চলাচল করে।

পর্যটক এক্সপ্রেস কোথায় কোথায় থামে?

পর্যটক এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা রুটে মধ্যবর্তী চট্টগ্রাম রেলস্টেশনে থামে।

আরো পড়ুন

Similar Posts