মেঘপুঞ্জি রিসোর্ট, সাজেক ভ্যালি

বর্তমানে সাজেক ভ্যালিতে যতগুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেঘপুঞ্জি রিসোর্ট (Meghpunji Resort). আপনি যদি সাজেক বেড়াতে যান এবং লাক্সারী রিসোর্টে থাকতে চান তাহলে মেঘপুঞ্জি আদর্শ রিসোর্ট। বাঁশ, কাঠ ও কাচের তৈরি মনোরম পরিবেশে থাকতে পারবেন।

এই রিসোর্টে মোট পৃথক ৬ টি কটেজ রয়েছে। এই কটেজ গুলো হলো তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা, নীলিমা ও চন্দ্রিমা। প্রত্যেকটি কটেজে ১ টি করে বড় বেড সেখানে ২-৩ জন এবং একটি এক্সট্রা ফ্লোরিং বেড রয়েছে। ফ্লোরিং বেডে ১-২ জন থাকতে পারবেন। অর্থাৎ একটি কটেজে মোট ৪ জন সহজে থাকতে পারবেন।

প্রত্যেকটি কটেজ কাচের গ্লাস দিয়ে ঘিরে দেওয়া জন্য ভিতর থেকে বাহিরের ভিউ শুয়ে বসে উপভোগ করতে পারবেন। এছাড়া প্রত্যেকটি কটেজের সাথে পূর্ব দিকে মুখ করে প্রসস্থ খোলা বারান্দা রয়েছে। যেখানে বসে পাহাড়, মেঘ ও রাতের আকাশের নক্ষত্র দেখতে পারবেন।

অন্যান্য কটেজ গুলো থেকে তারাশা কটেজের বারান্দা ভিন্ন। কটেজের চারপাশে গোল বারান্দা থাকায় ৩৬০ ডিগ্রী ভিউ দেখতে পাবেন। এজন্য এই কটেজের ভাড়া অন্য কটেজের থেকে একটু বেশি।

BM Khalid Hasan Sujon

মেঘপুঞ্জি রিসোর্ট কটেজ প্যাকেজ / ভাড়া

কটেজ নামসপ্তাহের ছুটির দিন ভাড়া (২ জন)সপ্তাহের ছুটির দিন ব্যতীত ভাড়া (২ জন)
তারাশা৬,০০০ টাকা৬,০০০ টাকা
পূর্বাশা৬,০০০ টাকা৫,৫০০ টাকা
রোদেলা৬,০০০ টাকা৫,৫০০ টাকা
মেঘলা৬,০০০ টাকা৫,৫০০ টাকা
নীলিমা৬,০০০ টাকা৬,০০০ টাকা
চন্দ্রিমা৬,০০০ টাকা৬,০০০ টাকা

প্রত্যেকটি কটেজে একটি বেড ২ জন থাকতে পারবেন। এছাড়া এক্সট্রা ফ্লোরিং বেডে আরো দুইজন থাকতে পারবেন। অর্থাৎ একটি কটেজে মোট ৪ জন পর্যন্ত থাকতে পারবেন।

বুকিং করার উপায়

অনলাইন ওয়েবসাইট থেকে মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ বুকিং করতে পারবেন। ওয়েবসাইটের রিজার্ভেশন সেকশনে গিয়ে তারিখ উল্লেখ করে এভেইলেবল দেখালে নাম, মোবাইল নম্বর, ইমেল সহ বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম ফিল-আপ করে সাবমিট করুন।

BM Khalid Hasan Sujon

অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ 01815-761065 নাম্বারে যোগাযোগ করে কটেজ বুকিং করতে পারবেন। বুকিং করার ২৪ ঘন্টার মধ্যে ১,০০০ টাকা (বিকাশ / নগদ) করলে আপনার মোবাইল নাম্বারে বুকিং কনফার্শেশন মেসেজ পেয়ে যাবেন।

বুকিং করার ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার প্রি-বুকিং বাতিল করা হবে। বুকিং করার পর কোনো কারণে বুকিং তারিখ পরিবর্তন করতে চাইলে কমপক্ষে ৫ দিন আগে জানাতে হবে। আপনি একবার বুকিং তারিখ পরিবর্তন করতে পারবেন।

রিসোর্টে চেক-ইন করার সময় সকাল ১১:৩০ মিনিট এবং চেক-আউট করার সময় সকাল ০৯:৩০ মিনিট।

খাওয়া-দাওয়া

রিসোর্টে খাবার ব্যবস্থা নেই। তবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সকালের চা আর ওয়েলকাম ড্রিংকস পাবেন। দুপুর ও রাতের খাবার খাওয়ার জন্য বাহিরের রেস্তোরাঁ থেকে খেতে হবে।

BM Khalid Hasan Sujon

রিসোর্টে থেকে ৫ মিনিটের পথ হেঁটে গেলে ফুডাংকি ও ছেনি লুসাই রেস্তোরাঁ পেয়ে যাবেন। সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন।

সুযোগ-সুবিধা সমূহ

  • রিসোর্টে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সকালের চা আর ওয়েলকাম ড্রিংকস পাবেন।
  • প্রত্যেকটি কটেজে ২৪ ঘন্টা বিদ্যুৎ, পানি, সৌরশক্তি, আইপিএস এবং সার্বক্ষণিক জেনারেটর ব্যাকআপ সুবিধা রয়েছে।
  • প্রত্যেকটি কটেজে ফ্যান রয়েছে।
  • প্রত্যেকটি কটেজে ২ জনের জন্য একটি বেড এবং অতিরিক্ত ২ জনের জন্য ফ্লোরিং বেড রয়েছে (চার্জ প্রদান করতে হবে)।
  • রুম সার্ভিস, ওয়েলকাম ড্রিংকস ও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুবিধা রয়েছে।
  • প্রশস্থ টাইলসযুক্ত ওয়াশরুম, প্রসাধণ সামগ্রী, হাই কমোড সুবিধা।
  • কটেক থেকে শুয়ে বসে মিজোরাম পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন।
  • আপনার গোপনীয়তা, সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

যোগাযোগ

আরো পড়ুন