alternatetext
সুন্দরবন রিসোর্ট

সুন্দরবন রিসোর্ট সমূহ (সুন্দরবনের সেরা ১০টি রিসোর্ট)

পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। এখান থেকে কয়েক বছর আগে সুন্দরবন ভ্রমণ মানে ছিলো জাহাজ বা ডিঙি নৌকা নিয়ে সারাদিন ঘুরে বেড়ানো। বর্তমানে সুন্দরবনকে আরো কাছ থেকে দেখতে এবং রাত্রিযাপন করার জন্য সুন্দরবনের কোলো ঘেঁষে গড়ে তুলেছে বেশ কিছু ইকো রিসোর্ট ও কটেজ।

এসব ইকো রিসোর্ট ও কটেজে আপনি রাত্রিযাপন করার পাশাপাশি খাওয়া-দাওয়া, ক্যানেল ক্রুজিং ও সুন্দরবনের ভেতর ঘোরাঘুরি করতে পারবেন। এক কথাই রিসোর্ট ও কটেজ থেকে সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন।

আজকের ভ্রমণ টিপসে সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলা সুন্দরবনের সেরা ১০ টি ইকো রিসোর্ট ও কটেজ সমূহের তথ্য উল্লেখ করবো। রিসোর্টের মান, অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধা, গেস্টদের রিভিউ ও গুগল রেটিং এর উপর ভিত্তি করে সেরা রিসোর্ট সমূহের তালিকা ও তথ্য উল্লেখ করবো।

যাতে আপনি খুব সহজে জানতে পারেন সুন্দরবনে কোন রিসোর্টে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং সেরা রিসোর্ট কোন গুলো।

BM Khalid Hasan Sujon

এক নজরে সম্পূর্ণ লেখা

সুন্দরবন রিসোর্ট সমূহ (সুন্দরবনের সেরা ১০টি রিসোর্ট)

নিচে উল্লেখ করা সুন্দরবন রিসোর্ট (Sundarban resort)  সমূহের ভাড়া সিজন অনুযায়ী, ছুটির দিন ও রেগুলার দিন ভেদে কম বেশি হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন উৎসবে ডিসকাউন্ট অফার থাকে। তাই বুকিং করার আগে ডিসকাউন্ট অফার আছে কিনা জেনে নিবেন।

(১) জংগলবাড়ি রিসোর্ট সুন্দরবন

মংলা পশুর নদীর তীরে সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে জংগলবাড়ি রিসোর্ট। এই রিসোর্টের প্যাকেজের সাথে ২ দিন ১ রাত রিসোর্টে থাকা-খাওয়া, ক্যানেল ক্রুজিং, মংলা থেকে পিক-আপ এবং পিক ডাউন সহ আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

জংগলবাড়ি রিসোর্টের প্যাকেজ বা ভাড়া

  • ১ রাতের প্যাকেজ:
  • প্রতি রুমে ২ জন – জনপ্রতি ৬,০০০ টাকা
  • প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৫,০০০ টাকা
  • প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৪,৫০০ টাকা
  • ২ রাতের প্যাকেজ:
  • প্রতি রুমে ২ জন – জনপ্রতি ১০,০০০ টাকা
  • প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৮,৩৫০ টাকা
  • প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৭,৫০০ টাকা

যোগাযোগ

(২) বনবাস ইকো ভিলেজ

মংলা পশুর নদীর তীরে সুন্দরবনের নির্জন প্রকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে বনবাস ইকো ভিলেজ। এই রিসোর্ট মোট ৫টি প্রিমিয়াম ক্যাটাগরির পৃথক কটেজ রয়েছে। কটেজে শুয়ে বসে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া বনের মধ্যে ছোট খালে ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়ানো, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটা, বই বা ইনডোর গেম খেলে সময় কাটাতে পারবেন। এছাড়া সন্ধ্যায় বারবিকিউ পার্টি তো রয়েছে।

বনবাস ইকো ভিলেজ কটেজ প্যাকেজ বা ভাড়া

  • নীল কমল (এসি) ২ জন ৭,৫০০ টাকা
  • কোকিল মনি (এসি) ২ জন ৭,৫০০ টাকা
  • অন্ধর মানিক (নন-এসি) ২ জন  ৬,০০০ টাকা
  • কাচি খালি (নন-এসি) ২ জন ৬,০০০ টাকা
  • দুবলার চর (নন-এসি) ২ জন ৬,০০০ টাকা
  • প্যাকেজ ১
  • সুপেরিওর ডুপ্লেক্স নন এসি (১ রাত)
  • ৬ জনের শেয়ারিং রুম – ২,৭০০ টাকা (জন প্রতি)
  • ৫ জনের শেয়ারিং রুম – ৩,০০০ টাকা (জন প্রতি)
  • ৪ জনের শেয়ারিং রুম – ৩,৩০০ টাকা (জন প্রতি)
  • ৩ জনের শেয়ারিং রুম – ৩,৮০০ টাকা (জন প্রতি)
  • ২ জনের শেয়ারিং রুম – ৪,৭০০ টাকা (জন প্রতি)
  • প্যাকেজ ২
  • প্রিমিয়াম কাপল এসি (১ রাত)
  • ৪ জনের শেয়ারিং রুম – ৩,৬০০ টাকা (জন প্রতি)
  • ৩ জনের শেয়ারিং রুম – ৪,১০০ টাকা (জন প্রতি)
  • ২ জনের শেয়ারিং রুম – ৫,২০০ টাকা (জন প্রতি)

রুমে অতিরিক্ত প্রতি ব্যাক্তি থাকার জন্য ৫০০ টাকা চার্জ প্রদান করতর হবে।

চেক-ইন করার সময় দুপুর ০১:০০ টা এবং চেক-আউট করার সময় সকাল ১১:০০ টা।

যোগাযোগ

(৩) বনবিবি ফরেষ্ট রিসোর্ট

বনবিবি ফরেষ্ট রিসোর্টে মোট ৭ টি কটেজ রয়েছে। প্রত্যেক কটেজ ও বারান্দা থেকে সুন্দরবনের প্রকৃতিক ভিউ দেখতে পাবেন। এই রিসোর্ট থেকে সুন্দরবনের নির্জন প্রকৃতি, ডিঙি নৌকায় ক্যানেল ক্রুজিং, পশুর নদীতে বোট ট্রিপ করতে পারবেন। এছাড়া রিসোর্ট থেকে করমজল ভ্রমণ করতে পারবেন।

BM Khalid Hasan Sujon

বনবিবি ফরেষ্ট রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম কটেজ
  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৫,০০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,১০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৩,৭০০ টাকা
  • প্যাকেজ: ১ রাত ২ দিন – প্রিমিয়াম ভিলা
  • ১ রুমে ২ জন, জনপ্রতি ৬,০০০ টাকা
  • ১ রুমে ৩ জন, জনপ্রতি ৪,৬০০ টাকা
  • ১ রুমে ৪ জন, জনপ্রতি ৪,১০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানা: ধাংমারী বন অফিস, খুলনা বিভাগ, বাংলাদেশ, মংলা, বাংলাদেশ
  • মোবাইল নাম্বার: 01886-463232, 01869-649817
  • ফেসবুক পেজ

(৪) ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসোর্ট সেন্টার

মংলা সুন্দরবনের পশ্চিম পাশে ধাংমারীতে সুন্দরবনের গা ঘেঁষে গোল বাগানের মধ্যে গড়ে তুলেছে ইরাবতী ইকো রিসোর্ট এন্ড রিসোর্ট সেন্টার। আমার দেখা সুন্দরবনের সেরা রিসোর্ট গুলো মধ্যে একটি।

রিসোর্টের পাশে ধাংমারী খালটিকে ডলফিনের অভয়ারণ্য হিসাবে গণ্য করা হয়। খালের পাশে ১৫-২০ মিনিট বসে থাকলে দেখতে পাবেন ডলফিন মাছ। পানির উপরে একটু লাফ দিয়ে আবার পানির নিচে চলে যায়।

ইরাবতী ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ডুপ্লেক্স কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,২০০ টাকা
  • প্রিমিয়াম কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,০০০ টাকা
  • ইকো কাপল কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ৩,৮৫০ টাকা
  • কোয়াড কটেজ: জনপ্রতি প্রতিরাত ভাড়া ২,৬৫০ টাকা

যোগাযোগ

(৫) বনলতা ইকো রিসোর্ট

সুন্দরবনের দাকোপ কৈলাশগঞ্জের বুড়ির ডাবর বাজারের পাশে বন লাউডোব ফরেস্ট অফিসের পাশে অবস্থিত বনলতা ইকো রিসোর্ট। বাঁশ, কাঠ ও গোলপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই আধুনিক মানের রিসোর্টটি। এখানে ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা সহ এসি/নন-এসি সব ধরনের কটেজ পাবেন।

যারা সুন্দরবনের প্রকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে চান তাদের জন্য আদর্শ স্থান। বাংলাদেশ ট্যুর গ্রুপ (বিজিবির) তত্বাবধানে এই ইকো রিসোর্ট গড়ে তোলা হয়েছে।

বনলতা ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ইকো প্রিমিয়াম (এসি) – জনপ্রতি ৩,০০০ টাকা
  • ইকো সুপার (এসি( – জনপ্রতি ৪,০০০ টাকা
  • ডুপ্লেক্স কটেজ (এসি) – ৬,০০০ টাকা
  • ইকো স্পেশাল (এসি) – ৫,০০০ টাকা
  • বিল্ডিং (এসি/নন-এসি) – ২,৫০০ টাকা

যোগাযোগ

(৬) সুন্দরী ইকো রিসোর্ট

সুন্দরবনের পাশে গ্রামীন পরিবেশে এই ইকো রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্ট থেকে সুন্দরবনের নান্দনিক সৌন্দর্য ও বনের আশেপাশের সহজ-সরল মানুষ জীবন-যাপন, সংস্কৃতি, ধর্ম ও প্রথা সম্পর্কে জানতে পারবেন।

এই রিসোর্টে মোট ৭ টি রুম রয়েছে। এর মধ্যে ৬ টি রুম এসি এবং বাকি ১ টি রুম নন-এসি গ্রুপ নিয়ে থাকতে পারবেন। যারা বড় গ্রুপ নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য এই রিসোর্ট আদর্শ স্থান। বাঁশ, কাঠ ও গোলপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই রিসোর্ট। নিরাপদে রাত্রিযাপন করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে খাওয়া-দাওয়া করতে পারবেন।

সুন্দরী ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • রেইন ক্যাসেল – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
  • ম্যানগ্রোভ – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
  • ছায়া সুন্দরী – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
  • ডিমের চর – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা
  • গোলপাতা – জনপ্রতি ভাড়া ৫,৫০০ টাকা
  • বন ময়ূরী – জনপ্রতি ভাড়া ৫,৫০০ টাকা

যোগাযোগ

(৭) গোল কানন ইকো রিসোর্ট

মংলা পশুর নদীর তীরে অবস্থিত গোল কানন ইকো রিসোর্ট। মংলা থেকে নদী পথে বানিসান্তা বাজার ঘাট হয়ে রিসোর্টে যেতে ২৫-৩০ মিনিটের মতো সময় লাগবে। রিসোর্টে পৌঁছানোর পর আপনাকে ওয়েলকাম ড্রিংক ও স্থানীয় ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে।

গোল কানন ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ১ রাতের প্যাকেজ – জনপ্রতি ভাড়া ৩,০০০ টাকা
  • ২ রাতের প্যাকেজ – জনপ্রতি ভাড়া ৬,০০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানা: পশ্চিম ধাংমারী, মংলা, খুলনা
  • মোবাইল নাম্বার: 01810-011141
  • ফেসবুক পেজ

(৮) ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট

সুন্দরবনে যত গুলো রিসোর্ট রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘেরা ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৩০ টি রুম রয়েছে। রিসোর্টের প্রত্যেকটি রুম সুন্দর ডেকোরেশন করা।

রিসোর্টে খাবার জন্য আলাদা রেস্টুরেন্ট, গাড়ি পাকিং সুবিধা, জঙ্গল ভিউ ক্যাফে, কনফারেন্স হল, বোট ট্রিপ করার ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রত্যেক রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, স্মার্ট টিভি, ফ্যান, এয়ারকন্ডিশন, সোফা, কিং সাইজের বিছানা রয়েছে।

ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ৩ জনের ডিলাক্স রুম ভাড়া ৭,০০০ টাকা
  • ২ জনের সুপিরিয়র রুম ভাড়া ৫,৫০০ টাকা
  • ২ জনের স্ট্যান্ডার্ড রুম ভাড়া ৪,২০০ টাকা
  • হানিমুন রিলাক্স রুম ভাড়া ৫,৫০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানা: কৈলাশগঞ্জ, দাকোপ, খুলনা
  • মোবাইল নাম্বার: 01764-190586, 01722-109670
  • অফিস: ১২৬, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫
  • মোবাইল নাম্বার: 01775-011208, 01403-102700
  • ইমেইল: mangrovehaven@gmail.com
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

(৯) বাদাবন ইকো রিসোর্ট

মংলা দক্ষিণ চিলা সুন্দরবনের কোল ঘেঁষে সম্পূর্ণ ইকো সিস্টেমে তৈরি করা হয়েছে বাদাবন ইকো রিসোর্ট। মংলা ফেরি ঘাট থেকে এই রিসোর্টের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। বুকিং করা থাকলে রিসোর্ট কতৃপক্ষ আপনাকে মংলা থেকে পিক-আপ এবং পিক-ড্রপ করবে।

বাদাবন ইকো রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ১ রাতের জন্য জনপ্রতি ৩,৫০০ টাকা
  • ২ রাতের জন্য জনপ্রতি ৭,০০০ টাকা

যোগাযোগ

(১০) বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট

খুলনা দাকোপ উপজেলার পশ্চিমে ধাংমারী গ্রাম, যা সুন্দরবনের বিপরীত পাশে অবস্থিত। এই গ্রামে নান্দনিক পরিবেশে গড়ে তোলা হয়েছে বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট। যদিও এই রিসোর্টের অবস্থান খুলনায় কিন্তু মংলা থেকে আসা-যাওয়া সহজ।

নমালী ম্যানগ্রোভ রিসোর্ট প্যাকেজ বা ভাড়া

  • ১ রাতের জন্য জনপ্রতি ৩,৫০০ টাকা
  • ২ রাতের জন্য জনপ্রতি ৬,৫০০ টাকা

যোগাযোগ

  • ঠিকানা: পশ্চিম ধাংমারী, দাকোপ, খুলনা
  • মোবাইল নাম্বার: 01991-505070
  • ফেসবুক পেজ

আরো পড়ুন

Similar Posts