মিঠামইন হাওর, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা মিঠামইন। মিঠামইন হাওর (Mithamain Haor) এলাকা হলেও এটি একটি জনপদ। বর্ষায় হাওর মানে চারপাশে থইথই পানি, দ্বীপের মতো ছোট ছোট গ্রাম, নৌকায় যাতায়াত।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলী, উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা অবস্থিত। স্থানীয় ভাষায় মিঠামইনকে বিভিন্ন নামে ডাকা হয় এর মধ্যে মিঠামন, মিঠামইন ও মিটামন।

মিঠামইন উপজেলার নামকরণে জনশ্রুতি থেকে জানা যায় এক সময় গ্রামের পাশ্ববর্তী এলাকায় প্রচুর মিঠা রসের খাগড়া গাছেন বন ছিল। এই খাগড়া বন থেকে মিঠাবন এবং সেখান থেকে মিঠামইন নামকরণ হয়েছে।

বর্তমানে ঢাকা থেকে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কম সময়ে ঘুরে আসতে পারেন মিঠামইন হাওর থেকে।

BM Khalid Hasan Sujon

মিঠামইন হাওর যাওয়ার উপযুক্ত সময়

হাওর একেক সিজনে একেক রকম রূপ ধারণ করে। মিঠামইন হাওর ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল। অর্থাৎ জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এসময় হাওরে থইথই পানি থাকে। নৌকায় চড়ে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম ঘুরে দেখতে পারবেন।

কিভাবে যাবেন

মিঠামইন আসতে হলে প্রথমে কিশোরগঞ্জ জেলা সদর শহরে আসতে হবে। কিশোরগঞ্জ বাস টার্মিনাল বা রেলস্টেশন থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে একরামপুর বাস বা সিএনজি স্টেশন যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে বালিখলা নৌকা ঘাট যেতে হবে।

বালিখলা নৌকা ঘাট থেকে নৌকায় মিঠামইন যেতে পারবেন। নৌকা ভাড়া জনপ্রতি ৭০-৮০ টাকা। যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা। চাইলে নৌকায় মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আলাদা ভাড়া দিতে হবে।

BM Khalid Hasan Sujon

বালিখালি নৌকা ঘাট থেকে কয়েক ঘন্টা বা সারা দিনের জন্য ইঞ্জিন নৌকা ভাড়া নিয়ে মিঠামইন হাওর ঘুরে বেড়াতে পারেন। ছোট সাইজের নৌকা ভাড়া প্রতিঘন্টা ২৫০-৩০০ টাকা, মাঝারি সাইজের নৌকা ভাড়া প্রতিঘন্টা ৮০০-১২০০ টাকা এবং বড় সাইজের নৌকা ভাড়া প্রতিঘন্টা ৩০০০-৫০০০ টাকা পর্যন্ত।

সিজনের সময় এবং ছুটির দিন গুলোতে পর্যটকের চাপ বেশি থাকলে ভাড়া বেশি চাইবে। তাই অবশ্যই দামাদামি করে নিবেন।

শুকনো মৌসুমে যখন হাওরে পানি থাকে না তখন বালিখলা ঘাট থেকে ফেরিতে নদী পার হয়ে সাবমার্সিবল রোড দিয়ে মিঠামইন যেতে পারবেন। শুকনো মৌসুমে সড়কের দুপাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে যেতে পারবেন মিঠামইন।

বাসে ঢাকা টু কিশোরগঞ্জ

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহন এবং মহাখালি বাস টার্মিনাল থেকে উজানভাটি, অনন্যা পরিবহন ও অনন্যা সুপার বাসে চড়ে সরাসরি কিশোরগঞ্জ যেতে পারবেন। ঢাকা থেকে কিশোরগঞ্জ জনপ্রতি ভাড়া ৩৫০-৪০০ টাকা।

BM Khalid Hasan Sujon

ট্রেনে ঢাকা টু কিশোরগঞ্জ

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে প্রতি বুধবার বাদে সকাল ০৭:১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস কিশোরগঞ্জ ছেড়ে যায়। শ্রেণী ভেদে জনপ্রতি টিকেট মূল্য ১৩৫-৩৬৮ টাকা। যেতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিট।

মিঠামইনে কি কি দেখবেন

ইঞ্জিন চালিত নৌকায় মিঠামইন হাওর ভ্রমণ করার পাশাপাশি মিঠামইনের ঐতিহ্যবাহী স্থাপনা গুলো ঘুরে দেখতে পারবেন।

মালিকের দরগাঃ মিঠামইন নৌকা ঘাট থেকে নৌকায় প্রথমে ঘাগড়া যেতে হবে। সেখান থেকে নৌকায় মারিকের দরগা যেতে হবে। যেতে মোট সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট। শুকনো মৌসুমে মোটরসাইকেল বা টেম্পু চড়ে মালিকের দরগা যেতে পারবেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িঃ মিঠামইন সদর উপজেলা থেকে সিএনজি বা অটোরিকশা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যেতে পারবেন। রাষ্ট্রপতির বাস ভবন মিঠামইনের কামালপুর গ্রামে।

দিল্লির আখড়াঃ দিল্লির আখড়া যেতে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে সিএনজি বা অটোরিকশা করে প্রথমে চামড়া ঘাট আসতে হবে। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় দিল্লির আখড়া যেতে হবে।

কোথায় থাকবেন

মিঠামইন থাকার জন্য বাজারে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল সিকদার আবাসিক (01753-805445), হোটেল আল-কামাল (01689-090101)। এসব আবাসিক হোটেল গুলোর ভাড়া প্রতি রাতে ৬০০-১২০০ টাকা।

আপনার বাজেট যদি বেশি হয় তাহলে মিঠামইনের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট রিসোর্টে রাত্রিযাপন করতে পারেন। এখানকার রুম ভাড়া তুলনামূলক অনেক বেশি। এছাড়া অনুমতি নিয়ে উপজেলা পরিষদের ডাকবাংলো থাকতে পারেন।

কোথায় খাবেন

মিঠামইন উপজেলায় খাবার জন্য হোটেল কাচা লংকা, সেলিম রেস্টুরেন্ট, হোটেল চাঁদপুর থেকে হাওরের তাজা মাছ, বিভিন্ন মাছের ভর্তা সহ কয়েকটি আইটেমের খাবার খেতে পারবেন।

হাওর ভ্রমণে সতর্কতা

  • যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।
  • সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামবেন না।
  • রাতে হাওরে তেমন নিরাপত্তা ব্যবস্থা নেই তাই বড় গ্রুপ ছাড়া নৌকায় রাত্রিযাপন করবেন না।
  • নৌকা ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নিবেন।
  • স্থানীয় মানুষ ও নৌকার মাঝির সাথে ভালো ব্যবহার করবেন।

আরো পড়ুন