নভেম ইকো রিসোর্ট, শ্রীমঙ্গল
নভেম ইকো রিসোর্ট (Novem Eco Resort) চায়ের দেশ শ্রীমঙ্গলের বিষমনি রাধানগর অবস্থিত। লাউয়াছড়া ন্যাশনাল পার্ক থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ৩ একরের বেশি জায়গায় জুড়ে এই রিসোর্ট অবস্থিত।
আপনারা যারা শ্রীমঙ্গল ভ্রমণে গিয়ে রাত্রিযাপন করার জন্য রিসোর্ট খুঁজছেন তারা শ্রীমঙ্গলের সেরা নভেম ইকো রিসোর্টে রাত্রিযাপন করতে পারেন।
নিরিবিলি শান্ত প্রকৃতিক পরিবেশে রুমে বসে সবুজ চা বাগানের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই রিসোর্টের সব গুলো কটেজ বা রুম গুলো এক একটি টিলার উপর অবস্থিত। কাঠের সিড়ি বেয়ে উপরে উঠতে হয়।
এই রিসোর্টের সকল স্থাপনা নির্মিত বাঁশ, কাঠ, মাটি, খড় দিয়ে, যা সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব। এছাড়া রিসোর্টে তাদের নিজস্ব সুইমিং পুল, রেস্টুরেন্ট, ল্যান্ডস্কোপের মধ্যে দিয়ে ট্রেকিং এবং সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে পারবেন।
আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো নভেম ইকো রিসোর্টের রুম ভাড়া, খাওয়া-দাওয়া, রিসোর্টে কি কি দেখবেন, কিভাবে যাবেন এবং যোগাযোগ তথ্য সম্পর্কে।
নভেম ইকো রিসোর্ট রুম ভাড়া
Room Type | Room Price |
Family Suite | 1,300 TK |
Royal Suite | 1,500 TK |
Honeymoon Suite | 1,500 TK |
Hill View Suite | 10,000 TK |
Couple Suite | 9,000 TK |
Presidential Suite | 25,000 TK |
Mud House | 7,000 TK |
Wood Cottage | 16,000 TK |
Duplex Family Villa | 15,000 TK |
Family Duluxe | 10,000 TK |
Couple Deluxe | 7,000 TK |
Couple Villa | 7,000 TK |
Tea Garden Cottage | 13,000 TK |
Pineapple Garden Cottage | 13,000 TK |
উপরে নভেম ইকো রিসোর্টের রেগুলার রুম ভাড়া উল্লেখ করা হয়েছে। সরকারি ছুটির দিন বাদে অন্য দিন গুলোতে রিসোর্টে রুম ভাড়া কিছু ডিসকাউন্ট পাবেন। এছাড়া তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের “অফার” থাকে।
রুমের সাথে এয়ারকন্ডিশন, ফ্যান, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, ২৪ ঘন্টা রুম সার্ভিস, টেলিফোন, এলইডি টিভি, জ্যাকুজি, গিজার, মিনি ফ্রিজ, প্রয়োজনীয় আসবাবপত্র, বারান্দা, বাথরুম, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা সহ ইত্যাদি।
প্রত্যেক রুমের সাথে ২ জনের জন্য বুফে সকালের নাস্তা ফ্রিতে পাবেন। এছাড়া রিসোর্টে প্রবেশ করার সময় ওয়েলকাম ড্রিংক প্রদান করা হয়।
রিসোর্টে চেক ইন করার সময় দুপুর 02:00 PM টা এবং চেক আউট করার সময় দুপুর 12:00 PM.
যোগাযোগ তথ্য
- ঠিকানা: বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট।
- মোবাইল নাম্বার: 01709-882001, 01709-882000 (WhatsApp)
- ইমেইল: novemreservation@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
রিসোর্টের সুবিধা ও পরিষেবা সমূহ
যারা রাত্রিযাপন করার জন্য রিসোর্টে রুম ভাড়া নিবেন তারা নিচের পরিষেবা সমূহ গ্রহণ করতে পারবেন।
- সুইমিং পুল
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- রেস্টুরেন্ট
- ফ্রি সকালের বুফে নাস্তা
- গাড়ি পাকিং সুবিধা
- ইনডোর গেম
- সাইকেল চালানো
- চাউফার্স
- এয়ারপোর্ট ট্র্যান্সপোর্ট
- কনফারেন্স রুম
- হাই স্পিড ওয়াই-ফাই নেটওয়ার্ক
- ব্যবসার সুবিধা
- লন্ড্রি সার্ভিস
খাওয়া-দাওয়া
নভেম ইকো রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে নিজেদের পছন্দের খাবার ১ ঘন্টা আগে অর্ডার দিয়ে খেতে পারবেন। এছাড়া সকালের নাস্তা বুফে বিনামূল্যে প্রদান করা হয়। তাছাড়া সন্ধ্যায় বারবিকিউ পার্টি তো থাকছে।
কিভাবে যাবেন
নভেম ইকো রিসোর্ট যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল শহর থেকে রিজার্ভ ১৫০ টাকা থেকে ২০০ টাকা দিয়ে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি রিসোর্টে যেতে পারবেন।
বাসে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, আব্দুল্লাহপুর, কলাবাগান বাস টার্মিনাল থেকে সোহাগ, হানিফ, শ্যামলী, এস আলম, ঈগল, গ্রীন লাইন পরিবহনে শ্রীমঙ্গল যেতে পারবেন। এসি নন-এসি বাস ভেদে ভাড়া ৬০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত।
ট্রেনে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ঢাকার কমলাপুর রেলস্টেশন বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পারাবত এক্সেপ্রেস, উপবন এক্সেপ্রেস, কালনী এক্সেপ্রেস ও জয়ন্তিকা এক্সেপ্রেস ট্রেনে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। সিট ক্লাস ভেদে ভাড়া ২৬৫ টাকা থেকে ১,০৯৯ টাকা পর্যন্ত।
রিসোর্টেের অফার সমূহ
বর্তমানে নভেম ইকো রিসোর্টের পক্ষ থেকে বিশেষ অফার চলছে। মাত্র ৯,৯৯৯ টাকার মধ্যে তাদের রিসোর্টে থাকা, খাওয়া সহ শ্রীমঙ্গলের বিভিন্ন ট্যুরিস্ট স্থান গুলো ঘুরে দেখতে পারবেন। তাই আজই বুকিং করুন।