রাজধানী ঢাকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার পদ্মা পাড়ে নয়নাভিরাম পদ্মা রিসোর্ট (Padma resort) গড়ে তোলা হয়েছে। শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে প্রকৃতি আর নদীর সান্নিধ্যে সময় কাটানোর জন্য পদ্মা লাক্সারি রিসোর্ট (Padma luxury resort) আদর্শ স্থান।
পদ্মা লাক্সারি রিসোর্টে রাত্রিযাপন করার জন্য রয়েছে ১৬ টি ডুপ্লেক্স কটেজ। যার মধ্যে ১২ টি কটেজের নামকরণ করা হয়েছে বাংলা ১২ মাসের নামে এবং বাকি ৪ টি রিসোর্টের নামকরণ করা হয়েছে ঋতুর নামে। রিসোর্টের পশ্চিম পাশে নিরিবিলি কটেজ গুলোর নামকরণ করা হয়েছে বাংলা মাসের নামে।
প্রত্যেকটি কটেজে কিং সাইজের বিছানা, ২ টি সিঙ্গেল বেডরুম ও ১ টি ড্রইংরুম, ২ টি ব্যালকনি ও ১ টি বাথরুম রয়েছে। প্রতিটি কটেজে সর্বোচ্ছ ৮ জন পর্যন্ত থাকতে পারবেন। বাঁশ, কাঠ ও সুন্দরী পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়েছে, যা দেখতে আকর্ষনীয়। ডুপ্লেক্স কটেজের নিচতলায় সিঙ্গেল বেড, সোফা ও টেবিল রয়েছে। শীতের মৌসুমে কটেজের চারপাশে বিভিন্ন রঙের ফুল গাছ দেখতে পাবেন।
রিসোর্টের বাহিরে বসার জন্য বিচ চেয়ার রয়েছে। সেখানে হেলাম দিয়ে পদ্মা নদী অপূর্ব সৌন্দর্য ও ভেসে বেড়ানো নৌকা দেখতে পারবেন। রিসোর্টের নিজস্ব ঘোড়া, স্পিডবোট ও রিভারক্রুজের রয়েছে। মন চাইলে এগুলোতে ঘুরে বেড়াতে পারবেন।
এছাড়া যারা মাছ ধরতো পছন্দ করেন তারা ফিশিং বোটে চড়তে পারবেন। নিরাপত্তার জন্য সেফটি কিট হিসেবে লাইফ জ্যাকেট ব্যবস্থা আছে। এছাড়া কিডস জোন, ঘুড়ি উড়ানো, ফ্রিজরি, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল ও বিচ ভলিবল খেলা করতে পারবেন।
পদ্মা লাক্সারি রিসোর্ট প্যাকেজ / খরচ
পদ্মা রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি সারাদিন থাকার জন্য ডে লং প্যাকেজ আছে। প্যাকেজের সাথে খাওয়া-দাওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।
Package Type | Price |
Villa Rental | 22,000 Tk |
Couple Full Board Package | 11,500 Tk |
Couple Day Long Package | 10,000 Tk |
Day Long Package | 2,500 Tk |
ডে ট্যুর প্যাকেজে চেক-ইন করার সময় সকাল ১০ এবং চেক-আউট করার সময় সন্ধ্যা ৬ টা। ভিলা প্যাকেজে চেক-ইন করার সময় দুপুর ১ টা এবং চেক-আউট করার সময় পরের দিন সকাল ১১ টা।
যোগাযোগ
- ঠিকানা: লৌহজং, মুন্সিগঞ্জ
- মোবাইল নাম্বার: 01894-891695, 01712-170330, 01625-788920
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
খাবার জন্য পদ্মা লাক্সারি রিসোর্টে দৃষ্টিনন্দর রেস্টুরেন্ট আছে। যেখানে ২০ টি টেবিল চেয়ার দিয়ে সাজানো, অনায়েসে ২০০ জন একসাথে খেতে পারবেন। রেস্টুরেন্টে প্রবেশ করার আগে রিসোর্ট অফিস থেকে ৩৫০ টাকা দিয়ে ফুড টোকেন সংগ্রহ করতে হবে।
খাবার মেন্যুতে থাকবে সাদা ভাত, ডাল, মুরগীর মাংস, সবজি ও ইলিশ ফ্রাই। মিনারেল ওয়াটার প্রতি লিটার ৪০ টাকা দরে আলাদা করে কিনতে হবে। সকালের নাস্তা খরচ পড়বে জনপ্রতি ১০০ টাকা। মেন্যুতে থাকবে ডিম, পরোটা, সবজি ও চা।
আপনি চাইলে এই রেস্টুরেন্টে বন্ধু-বান্ধব নিয়ে লাঞ্চ ও ডিনার পার্টির আয়োজন করতে পারবেন। বাহিরের কোনো খাবার রিসোর্টের মধ্যে নেওয়ার অনুমতি নেই।
পদ্মা রিসোর্ট যাওয়ার উপায়
পদ্মা রিসোর্টে যেতে হলে প্রথমে মুন্সিগঞ্জের লৌহজং আসতে হবে। রাজধানী ঢাকার গুলিস্তান থেকে ইলিশ ও গাংচিল পরিবহন চড়ে জনপ্রতি ৭০ টাকা ভাড়া দিয়ে লৌহজং থানা মসজিদ নেমে যাবেন।
এছাড়া শাহবাগ, মিরপুর ১০ ও ফার্মগেট থেকে স্বাধীন পরিবহন চড়ে জনপ্রতি ৭০ টাকা ভাড়া দিয়ে লৌহজং থানা মসজিদ নেমে যাবেন। আবার মাওয়া ঘাটের রুট বাসে চড়ে মাওয়া ঘাটের আগে লৌহজং থানার চৌরাস্তার মোড় নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে পদ্মা লাক্সারি রিসোর্ট যেতে পারবেন।
যারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে চাচ্ছেন তাদের যাত্রাপথে দুইবার ৩০ টাকা টোল দিতে হবে।
আরো পড়ুন
- মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক
- মুন্সিগঞ্জ আবাসিক হোটেল
- মাওয়া রিসোর্ট
- এম জে হলিডে রিসোর্ট
- নীলগিরি হিল রিসোর্ট
- আরণ্যক হলিডে রিসোর্ট