সৈয়দপুর রেলওয়ে কারখানা

বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাকে রেলওয়ের শহর বলা হয়। কারণ দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা (Railway Workshop) সৈয়দপুরে অবস্থিত। প্রায় ১১০ একর জায়গায় উপর ১৮৭০ সালে ব্রিটিশ আমলে সৈয়দপুর রেলওয়ে কারখানা (Saidpur railway workshop) নির্মান করা হয়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা রেলওয়ে কারখানাটি পরিচালনা করা হয়।

এই রেলওয়ে কারখানায় নাট-বল্টু থেকে শুরু করে রেলওয়ের ব্রডগেজ ও মিটারগেজ লাইনের বগি মেরামতসহ সকল ধরনের কাজ করা হয়। এই কারখানায় ২৫ টি শপে প্রায় ৯১৮ জন স্টাফ (অফিসার সহ) কাজ করে।

২০১৬ সালে বাংলাদেশ রেলওয়ে কারখানার উত্তর পাশে দার্জিলিং গেইট সংলগ্ন প্রায় ২০ একর জায়গার উপর কোচ ও ওয়াগন উৎপাদনের জন্য নতুন একটি ক্যারিজ শপ যুক্ত করার পরিকল্পনা নেয়।

২০২০ সালের ২৯ আগস্ট সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘরে ব্রিটিশ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট সেলুন কোচসহ রেলওয়ের বিভিন্ন মালামাল ও যন্ত্রণাংশ সংরক্ষণ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কিভাবে যাবেন

ঢাকা থেকে বাস, ট্রেন ও আকাশ পথে সৈয়দপুর যেতে পারবেন।

ঢাকার গাবতলী, মহাখালী ও কলেজগেট থেকে হানিফ পরিবহন (01713-201732), নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন (02-7550071), এস.আর ট্র্যাভেল সহ অন্য যেকোনো পরিবহনে চড়ে সরাসরি সৈয়দপুর যেতে পারবেন। নন-এসি বাস ভাড়া ৮০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,৬০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা।

ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চড়ে সরাসরি সৈয়দপুর যেতে পারবেন। নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেন প্রতি সোমবার বাদে সকাল ৬:৪৫ মিনিটে এবং চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) প্রতি শনিবার বাদে সন্ধ্যা ৫ টায় ঢাকা থেকে সৈয়দপুর ছেড়ে যায়। ভাড়া শোভন চেয়ার ৫৬০ টাকা, স্নিগ্ধা ১০৭০ টাকা, এসি সিট ১,২৮৩ টাকা, এসি বার্থ ১,৯৭০ টাকা।

BM Khalid Hasan Sujon

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ফ্লাইট, রিজেন্ট এয়ার ওয়েজ করে সৈয়দপুর বিমানবন্দর যেতে পারবেন। বিমান ভাড়া ২,৯০০ থেকে ৫,০০০ টাকা। যেতে সময় লাগে ১ ঘন্টা।

কোথায় থাকবেন

সৈয়দপুর থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট (01317-121871), হোটেল প্রিমিয়াম (01886-009217), ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট (01744-983127), আমজাদিয়া ইন্টারন্যাশনাল (01776-868442), হোটেল সৌদিয়া (01711-001414)।

এছাড়া নীলফামারী থাকার জন্য অনেক হোটেল ও রিসোর্ট রয়েছে।

কোথায় খাবেন

সৈয়দপুর খাবার জন্য অনেক হোটেল রয়েছে। এর মধ্যে শাহজালাল গ্রান্ড হোটেল, খোরাক রেস্টুরেন্ট, বনফুল হোটেল, মেহমানবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, হানিফ উদ্দীন গ্রান্ড হোটেল, তাজির উদ্দিন গ্রান্ড হোটেল, শাহ্ হোটেল নিরিবিলি উল্লেখযোগ্য। এসব হোটেল থেকে পছন্দের খাবার অর্ডার করে কম খরচে খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন