যশোর কালেক্টরেট পার্ক

যশোর জেলা শহরে অবস্থিত যশোর কালেক্টরেট ভবনের সামনের চত্বরে যশোরের সেরা বিনোদন কেন্দ্র হিসাবে যশোরবাসীর কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। যশোর কালেক্টরেট ভবনের পাশে ভৈরব নদীর তীরে গড়ে তোলা হয়েছে যশোর কালেক্টরেট পার্ক (Jessore collectorate park). পূর্বে যা নিয়াজ পার্ক হিসাবে পরিচিত ছিল।

অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামের নিরব সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে কালেক্টরেট পার্ক। কালেক্টরেট পার্কের পাশেই রয়েছে ফ্লাওয়ার পার্ক। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো গোছানো সুন্দর পরিবেশে পার্কের ভেতর। এছাড়া পার্কের ভেতরে রয়েছে তিন বিঘা জায়গা জুড়ে একটি পুকুর।

গাঁদা, ডালিয়া, গোলাপ, কসমস, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, ব্লুস্টার, জিনিয়া সহ নানা প্রজাতির ফুল, ইটের তৈরি সরু পথ, বসার বেঞ্চ ও ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা পার্কে আসা দর্শনার্থীদের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে।

মূলত পার্কের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে নানা প্রজাতির ফুল দিয়ে। সারা বছর পার্কটি খোলা থাকে না। বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ফুলের সিজনের পার্ক খোলা রাখা হয়। সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতিদিন বিকালে কালেক্টরেট পার্ক খোলা থাকে।

BM Khalid Hasan Sujon

যশোর কালেক্টরেট পার্ক কিভাবে যাবেন

যশোর কালেক্টরেট পার্ক যেতে চাইলে দেশের যেকোনো স্থান থেকে প্রথমে যশোর জেলা শহরে যেতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে বা ৫ টাকা অটোরিকশা বা সিএনজি বাড়া দিয়ে যেতে পারবেন কালেক্টরেট পার্কে।

বাসে ঢাকা থেকে যশোর: ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, নবীনগর বাস টার্মিনাল থেকে সোহাগ, হানিফ, গ্রীন লাইন, শ্যামলী, ঈগল, দেশ ট্র্যাভেল, টুঙ্গিপাড়া, ইমাদ, এম আর, গোল্ডেন লাইন পরিবহনে চড়ে যশোর আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ১,৫০০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে যশোর: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে, বেনাপোল এক্সপ্রেস প্রতি বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন রাত ১১ টা ৪৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে এবং রূপসী বাংলা এক্সপ্রেস প্রতি সোমবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে যশোর ছেড়ে আসে। ট্রেনের সিটভেদে জনপ্রতি টিকেট মূল্য ৪১০ থেকে ১,৯২৭ টাকা।

BM Khalid Hasan Sujon

আকাশ পথে ঢাকা থেকে যশোর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার এয়ারলাইন্সে যশোর বিমানবন্দর আসতে পারবেন। সিট ভেদে জনপ্রতি বিমান ভাড়া ৪,৫০০ থেকে ১০,০০০ টাকা।

কোথায় থাকবেন

যশোর শহরে থাকার জন্য থাকার জন্য ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এগুলো হল হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল আর.এস ইন্টারন্যাশনাল, হোটেল শাসম ইন্টারন্যাশনাল, হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল ইত্যাদি।

এছাড়া মোটামোটি মানের বেশ কিছু আবাসিক হোটেল ও সরকারি গেস্ট হাউজ রয়েছে। যেখানে আপনি বাজেটের মধ্যে থাকতে পারবেন। যশোর আবাসিক হোটেল মোবাইল নাম্বার সমূহ উল্লেখ করা হয়েছে।

কোথায় খাবেন

খাবার জন্য যশোর অনেক বড় বড় খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এগুলো মধ্যে নাজমা হোটেল, নূর হোটেল, লাক্সারি ডাউন, রোজ গার্ডেন, ক্যান্ডেল লাইট ক্যাফে, ক্যাফে ম্যারিওট, জলযোগ রেস্টুরেন্ট উল্লেখ্যযোগ্য।

BM Khalid Hasan Sujon

যশোরের আশেপাশে আরো দর্শনীয় স্থান

যশোর কালেক্টরেট ভবন ও পার্ক ছাড়াও যশোরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে যশোর রোড, জেস গার্ডেন পার্ক, যশোরেশ্বরী কালী মন্দির, ভাসমান সেতু যশোর, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, সাগরদাঁড়ি মধুমেলা, ফুলের রাজ্য গদখালি, বেনাপোল স্থল বন্দর উল্লেখ্যযোগ্য।

আরো পড়ুন