জেস গার্ডেন পার্ক – যশোর

যশোর সদর থেকে মাত্র ২.৫ কিলোমিটার দূরে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নিরিবিলি সুন্দর পরিবেশে জেস গার্ডেন পার্ক (Jess garden park) অবস্থিত। প্রায় ১২ একর জায়গায় উপর ১৯৯২ সালে মরহুম এ. এস. এম হাবিবুল হক চুনি এই পার্কটি প্রতিষ্ঠা করেন।

ছোট বড় সকলের বিনোদনের জন্য পার্কটির জুড়ি নেই। দুপাশে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ, চারিপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য বড় বড় গাছ। গাছ গুলো পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি দর্শনার্থীদের ছায়া দিচ্ছে।

পার্কের ভিতর প্রবেশ করেই দেখতে পাবেন কৃত্রিম জলাশয়। যেখানে সুইমিং পুল, পদ্মফুল, তার মাঝে একটি ভাস্কর্য, কৃত্রিম কুমির ও কয়েকটি বক পাখি দাঁড়িয়ে আছে। পাশের মূর্যাতলে গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।

সামনে এগিয়ে দেখতে পাবেন হাঁস বাচ্চা নিয়ে পানিতে ঘুরে বেড়াচ্ছে। শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ঘোর চরকি, চেয়ার চরকি, ট্রেন, প্যাডেল বোট ইত্যাদি রাইড রয়েছে। প্রতিটি আলাদা আলাদা রাইডে চড়ার জন্য টিকেট কাটতে হয়। এছাড়া পার্কের বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির খেলনা হাতি, ঘোড়া, বাঘ, সিংহ বনমানুষ, ক্যাঙ্গারু সহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে।

BM Khalid Hasan Sujon

জেস গার্ডেন পার্কের ডান পাশে বড় একটি পুকুর রয়েছে। পুকুরে অসংখ্য প্যাডেল বোট রয়েছে। পার্কে আসা দর্শনার্থীরা প্যাডেল বোটে চড়ে আনন্দ উপভোগ করতে পারবেন। সেতুর উপর এই দৃশ্য দেখতে অসাধারণ লাগে।

পার্কের ভিতর একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। যেখানে বাঘ, হরিণ, খরগোশ, ভাল্লুক, ময়ুর, অজগর সাপ, কুমির সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

পিকনিক করার জন্য পার্কটি একটি আদর্শ স্থান। এখানে পিকনিকের আয়োজন করার জন্য ডেকোরেশন ও রান্নার ব্যবস্থা সহ ২৫ টি পিকনিক স্পট রয়েছে। প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীরা এখানে পিকনিক করতে আসেন।

এছাড়া জেস গার্ডেন পার্কের ভিতর বিশ্রামের জন্য জন্য ১০ টি গোলঘর, ভিআইপিদের জন্য বিশেষ রেস্ট হাউজ, গাড়ি পাকিং সুবিধা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

BM Khalid Hasan Sujon

জেস গার্ডেন পার্ক প্রবেশ টিকেট মূল্য

পার্কটি দর্শনার্থীদের জন্য সপ্তাহের সাত দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৪০ টাকা এবং মিনি চিড়িয়াখানার জনপ্রতি টিকেট মূল্য ১০ টাকা। এছাড়া পার্কের বিভিন্ন রাইড চড়ার জন্য আলাদা আলাদা টিকেট কাটতে হবে।

পার্কে ৫০ থেকে ১০০ জন পিকনিক করার জন্য বনোরূপা বাংলা ভাড়া ৫,০০০ থেকে ৭,০০০ টাকা এবং ৫০ থেকে ১০০ জন পিকনিক করার জন্য বনোবিলাশ বাংলো ভাড়া ৬,০০০ থেকে ৮,০০০ টাকা।

যোগাযোগ তথ্য

যাওয়ার উপায়

দেশের যেকোনো স্থান থেকে জেস গার্ডেন পার্কে যেত চাইলে প্রথমে যশোর জেলা শহর বাস স্টেশন আসতে হবে। বাস স্টেশন থেকে অটোরিকশা বা সিএনজি করে জনপ্রতি ১৫ টাকা ভাড়া দিয়ে যেতে হবে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। সেখান থেকে ৫ মিনিটের পথ হেঁটে গেলে পৌঁছে যাবেন পার্কে।

BM Khalid Hasan Sujon

রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন ও আকাশ পথে খুব সহজে যশোর যেতে পারবেন। নিচে ঢাকা টু যশোর যাওয়ার তিনটি উপায় উল্লেখ করা হয়েছে।

বাসে ঢাকা থেকে যশোর: ঢাকার গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, নবীনগর বাস টার্মিনাল থেকে সোহাগ, হানিফ, গ্রীন লাইন, শ্যামলী, ঈগল, দেশ ট্র্যাভেল, টুঙ্গিপাড়া, ইমাদ, এম আর, গোল্ডেন লাইন পরিবহনে চড়ে যশোর আসতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬৫০ থেকে ১,৫০০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে যশোর: ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেন প্রতি রবিবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে, বেনাপোল এক্সপ্রেস প্রতি বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন রাত ১১ টা ৪৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস বুধবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে এবং রূপসী বাংলা এক্সপ্রেস প্রতি সোমবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন সকাল ১০ টা ৪৫ মিনিটে যশোর ছেড়ে আসে। ট্রেনের সিটভেদে জনপ্রতি টিকেট মূল্য ৪১০ থেকে ১,৯২৭ টাকা।

আকাশ পথে ঢাকা থেকে যশোর: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা, বিমান বাংলাদেশ, নভোএয়ার এয়ারলাইন্সে যশোর বিমানবন্দর আসতে পারবেন। সিট ভেদে জনপ্রতি বিমান ভাড়া ৪,৫০০ থেকে ১০,০০০ টাকা।

কোথায় থাকবেন

যশোর শহরে থাকার জন্য থাকার জন্য ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এগুলো হল হোটেল হাসান ইন্টারন্যাশনাল, হোটেল আর.এস ইন্টারন্যাশনাল, হোটেল শাসম ইন্টারন্যাশনাল, হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল ইত্যাদি।

এছাড়া মোটামোটি মানের বেশ কিছু আবাসিক হোটেল ও সরকারি গেস্ট হাউজ রয়েছে। যেখানে আপনি বাজেটের মধ্যে থাকতে পারবেন। যশোর আবাসিক হোটেল মোবাইল নাম্বার সমূহ উল্লেখ করা হয়েছে।

কোথায় খাবেন

খাবার জন্য যশোর অনেক বড় বড় খাবার হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এগুলো মধ্যে নাজমা হোটেল, নূর হোটেল, লাক্সারি ডাউন, রোজ গার্ডেন, ক্যান্ডেল লাইট ক্যাফে, ক্যাফে ম্যারিওট, জলযোগ রেস্টুরেন্ট উল্লেখ্যযোগ্য।

যশোরের আশেপাশে আরো দর্শনীয় স্থান

জেস গার্ডেন পার্ক ছাড়াও যশোরের আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে যশোর রোড, যশোর কালেক্টরেট পার্ক, ভাসমান সেতু যশোর, বিনোদিয়া ফ্যামিলি পার্ক, সাগরদাঁড়ি মধুমেলা, ফুলের রাজ্য গদখালি, বেনাপোল স্থল বন্দর উল্লেখ্যযোগ্য।