ঐতিহাসিক মিঠাপুর জমিদার বাড়ি (Mithapur zamindar bari) মাদারীপুর জেলার মিঠাপুর নামক স্থানে অবস্থিত। এই জমিদার বাড়ি কবে বা কে নির্মাণ করেছে কোনো শিলালিপি বা নথিপত্র পাওয়া যায়নি। তবে ইতিহাস থেকে জমিদার বংশের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম জানা যায়। তারা হলেন জমিদার গোলাম ছাত্তার চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী ও জি. ডাবলুর চৌধুরী।
এই জমিদার বংশের ব্যাক্তিরা মুসলিম ধর্মালম্বী ছিলেন। ঐতিহাসিক জমিদার বাড়ি লতাপাতায় ঘিরে রেখেছে, বাড়ির পিছনে শান বাঁধানো ঘাট সহ পুকুর রয়েছে। মজিদার বাড়ির স্থাপত্যের অন্যোন্য নিদর্শন, নির্মাণশৈলী, সুক্ষ কারুকাজ দেখতে বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।
মিঠাপুর জমিদার বাড়ি যাওয়ার উপায়
ঢাকার কেরানীগঞ্জ (নয়া বাজার ব্রীজের ওপার) থেকে মাদারীপুর যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। এছাড়া গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সার্বিক পরিবহন, সোহেল পরিবহন ও চন্দ্রা পরিবহন বাসে চড়ে সরাসরি মাদারীপুর যেতে পারবেন।
আবার গাবতলী বাস টার্মিনাল থেকে বরিশালগামী যেকো বাসে চড়ে মোস্তফাপুর নেমে সেখান থেকে বাস বা সিএনজি করে মাদারীপুর সদর যেতে পারবেন।
ঢাকা থেকে মাদারীপুর জনপ্রতি বাস ভাড়া ৩৫০ থেকে ৪৫০ টাকা (পরিবর্তনশীল)। ঢাকা টু মাদারীপুর দুরত্ব ১২৮ কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। মাদারীপুর সদর থেকে সিএনজি বা অটোরিকশা করে মিঠাপুর জমিদার বাড়ি যেতে পারবেন।
কোথায় কি খাবেন
মাদারীপুর খাবার জন্য ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে হোটেল মুনতাজ এন্ড্র রেস্টুরেন্ট, মাইশা হোটেল, লবঙ্গ রেস্টুরেন্ট, নবাব বাড়ি রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।
মাদারীপুরের বিখ্যাত সুস্বাদু মিষ্টি অবশ্যই খেয়ে দেখবেন।
কোথায় থাকবেন
মাদারীপুর থাকার জন্য বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল সার্বিক (01788-812111), হোটেল জাহিদ (01913-216663), হোটেল সুমন (01937-039050), হোটেল মেট্রো (01715-867962), হোটেল সামির ইন্টারন্যাশনাল (01915-995443) উল্লেখযোগ্য।
এছাড়া মাদারীপুর জেলা পরিষদের ডাকবাংলোতে অনুমতি নিয়ে থাকতে পারেন। মাদারীপুর আবাসিক হোটেল সমূহের তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন।