চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে যতদূর চেখ যায় দেখতে পাবেন সারি সারি চা বাগান। দেখে মনে হবে আকাঁবাকা পাহাড়ী পথে কেউ যেন সবুজের গালিচা বিছানো রাখছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল অনেক দর্শনীয় স্থান (Srimangal tourist spot) ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এর পাশাপাশি আদিবাসী খাসিয়া, গারো, মণিপুরী, টিপরা এদের ঘরবাড়ি আছে। এজন্য বছরের প্রায় সব সময় দেশি-বিদেশী পর্যটকদের পদভারে শ্রীমঙ্গল মুখরিত থাকে।
শ্রীমঙ্গল দর্শনীয় স্থান
শ্রীমঙ্গল দর্শনীয় স্থান সমূহ মধ্যে শ্রীমঙ্গল চা বাগান, শ্রীমঙ্গল চিড়িয়াখানা, চা জাদুঘর, শমশেরনগর গলফ মাঠ, চাকন্যা ভাস্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি-৭১, টি রিসোর্ট, মোহাজেরাবাদ আনাসর বাগান, লেবু বাগান, সাত রঙের চা, লালমাটি পাহাড়, মাধবপুর লেক, বাইক্কা বিল, হাইল হাওর, রাবার বাগান, নির্মাই শিববাড়ি, শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, চা গবেষণা ইনস্টিটিউট, জান্নাতুল ফেরদৌস মসজিদ, লালটিলা মন্দির, বর্ষীজোড়া ইকোপার্ক, হোটেল গ্র্যান্ড সুলতান, হামহাম জলপ্রপাত, বার্নিস টিলা, পাখি বাড়ি, বাদুর বাড়ি, ডিনস্টন সিমেট্রি, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, মণিপুরীসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ স্থানীয় উপজাতিদের জীবনধারা ও সংস্কৃতি উল্লেখযোগ্য।
শ্রীমঙ্গল কিভাবে যাবেন
ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন (01713-201732), এনা পরিবহন (01958-135148), শ্যামলী পরিবহন (02-7550071), বিআরটিসি পরিবহন (41051337) সহ অন্যান্য পরিবহনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল নন-এসি বাস ভাড়া ৫৭০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা।
কমলাপুর রেলস্টেশন উপবন এক্সপ্রেস প্রতি বুধবার বাদে রাত ১০ টায়, কালনী এক্সপ্রেস প্রতি শুক্রবার বাদে দুপুর ২ টা ৫৫ মিনিটে, পারাবত এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং জয়ন্তিকা এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ১১ টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা। সিলেট থেকে যেকোনো ট্রেনে চড়ে শ্রীমঙ্গল আসতে পারবেন।
শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি বা জীপ গাড়ি রিজার্ভ ভাড়া করে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ করে শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান সমূহ ঘুরে দেখতে পারবেন।

শ্রীমঙ্গল দর্শনীয় স্থান সমূহ

৭১ এর বধ্যভূমি, শ্রীমঙ্গল

সাত রংঙের চা, শ্রীমঙ্গল

চা জাদুঘর, শ্রীমঙ্গল

শমশেরনগর গলফ মাঠ, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল চিড়িয়াখানা – বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ

শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময় কখন
